ভোটের আগে উদ্ধার কালিয়াচকে ৫০ রাউন্ড তাজা কার্তুজ
১২টি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড কার্তুজ সহ তিন যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতরা হল হবিবুর রহমান, আবদুর রোহন ও আবদুল সালাম খান৷
দুটি ম্যাগাজিন, দুটি ৭.৬৫ এমএম পিস্তল, ১০টি পাইপ গান এবং ৮ এমএমের ৫০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে
রবিবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ পাহাড়পুর মোড়ে হঠাৎ হানা দেয়৷তিন যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৫০ রাউন্ড তাজা কার্তুজ ও ১২টি বন্দুক৷ গ্রেফতার করা হয় ওই তিন যুবককে৷ কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবকদের হেপাজত থেকে দুটি ম্যাগাজিন, দুটি ৭.৬৫ এমএম পিস্তল, ১০টি পাইপ গান এবং ৮ এমএমের ৫০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে৷ আজ ধৃতদের জেলা আদালতে তোলা হয়৷ভোটের আগে এই আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে অনুমান পুলিশের।
Comments