top of page

অপসারিত পুলিশ সুপার অর্ণব ঘোষ৷ দায়িত্বে অজয় প্রসাদ

শেষ পর্যন্ত মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষকে অপসারণ করল নির্বাচন কমিশন৷ আজ দিল্লির নির্বাচন সদন থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ জানা গেছে, গত পরশু তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম অনুমতি ছাড়া মালদা শহরে পদযাত্রা করতে দেওয়ায় অর্ণব ঘোষের উপর নজর পড়ে নির্বাচন কমিশনের৷ অবশ্য তার আগেই জেলার সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি তাঁকে অপসারণের দাবি জানিয়েছিল৷ আজ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে মালদার বিভিন্ন এলাকা ঘুরে রিপোর্ট পাঠান, এই জেলায় অবাধ ও শান্তপূর্ণ নির্বাচন করতে গেলে অর্ণব ঘোষকে এখনই অপসারিত করতে হবে৷ এরপরেই অর্ণব ঘোষকে মালদা জেলার পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বারুইপুরের বিশেষ পুলিশ সুপার অজয় প্রসাদকে৷


পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে মালদার বিভিন্ন এলাকা ঘুরে রিপোর্ট পাঠান



Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page