প্রচারে উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ
top of page

প্রচারে উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ

শেষ পর্যন্ত প্রচারে নেমে পড়লেন উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ৷ গতকাল পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় প্রায় ৩ ঘণ্টা ধরে প্রচার চালান তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন দলের জেলা সম্পাদক অম্বর মিত্র সহ অন্যান্য বাম নেতৃত্ব৷ মঙ্গলবাড়ির বিভিন্ন এলাকায় গতকাল পদযাত্রা চালান বিশ্বনাথবাবু।


বিজেপি ও তৃণমূল বিরোধী মানুষ এবার লাল ঝাণ্ডাকেই বেছে নেবেঃ বিশ্বনাথ

দীর্ঘদিনের পোড়খাওয়া বামনেতা বিশ্বনাথবাবু বলেন, সেই অর্থে এটা তাঁর প্রচারের প্রথম দিন ছিল না৷ তাঁরা নির্বাচনি প্রক্রিয়ার সংগ্রামে দীর্ঘদিন ধরে রয়েছেন৷ নিজেদের দাবিতে তাঁদের আন্দোলন দেশ থেকে শুরু করে রাজ্য, জেলা থেকে শুরু করে ব্লকস্তর পর্যন্ত পৌঁছে গেছে৷ এটা তাঁরা নিজেদের নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসাবেই দেখছেন৷ রাজ্য বামফ্রন্ট উত্তর মালদার প্রার্থী হিসাবে তাঁকে মনোনীত করেছে৷ তারপর থেকেই তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করে দিয়েছেন৷ মঙ্গলবাড়ি থেকে তাঁদের আনুষ্ঠানিক প্রচার শুরু হল৷ আগামী ১ এপ্রিল পর্যন্ত তাঁদের লাগাতার প্রচার চলবে৷ আগামী ২ এপ্রিল তাঁরা মনোনয়ন জমা দিতে চলেছেন৷ তাঁদের আশা, অল্প সময়ের মধ্যে মালদা দক্ষিণ কেন্দ্রের বাম প্রার্থীর নামও ঘোষণা হয়ে যাবে৷


বিশ্বনাথবাবু বলেন, তাঁদের লক্ষ্য দিল্লি থেকে বিজেপি এবং রাজ্য থেকে তৃণমূলকে হঠানো৷ বামফ্রন্ট আন্তরিকভাবে সেই চেষ্টা করে যাচ্ছে৷ মানুষের কাছে তাঁরা নিজেদের বার্তা পৌঁছে দিয়েছেন৷ তাঁদের আন্তরিকতার মধ্যে কোনও ছল-চাতুরি নেই৷ তাঁরা প্রকাশ্যেই বলেছিলেন, গত নির্বাচনে যে ৬টি আসনে বাম ও কংগ্রেস প্রার্থীরা জিতেছিলেন, সেই আসনগুলিতে বাম ও কংগ্রেস প্রার্থীরাই লড়াই করবেন৷ কিন্তু আলোচনা হওয়ার পরেও তা ভঙ্গ করে কংগ্রেস সেই ৬টি আসনে প্রার্থী দিয়েছে৷ তাঁরা মনে করেন, বিজেপি ও তৃণমূল বিরোধী মানুষ এবার লাল ঝাণ্ডাকেই বেছে নেবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page