মৌসমকে জেতাতে বিষ্ণু যজ্ঞের আয়োজন চাঁচলে
সদ্য তৃণমূলে যোগ দেওয়া মৌসম নূরকে জেতাতে আজ যজ্ঞ করলেন চাঁচলের বেশ কিছু তৃণমূল নেতা-কর্মীরা৷ চাঁচল পোস্ট অফিস মোড়ে দলের নির্বাচনি কার্যালয়ে এই যজ্ঞ সম্পন্ন হয়৷ সেখানে উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য সামিউল ইসলাম ও তাঁর কর্মীরা৷
শুধু যজ্ঞ নয়, আগামী শুক্রবার তাঁরা মিলাদও (ধর্মীয় সভা) করবেন
লোকসভা ভোটের আগে এদিনই তাঁরা এই নির্বাচনি কার্যালয় চালু করলেন বললেন সামিউল ইসলাম৷ সেই কার্যালয়ে এদিন তাঁরা যজ্ঞ করেছেন৷ শুধু যজ্ঞ নয়, আগামী শুক্রবার এখানে তাঁরা মিলাদও (ধর্মীয় সভা) করবেন৷ উত্তর মালদার দলীয় প্রার্থী মৌসম নূরকে জেতানোর উদ্দেশ্যেই তাঁরা যজ্ঞ ও মিলাদের আয়োজন করেছেন৷ এদিন যজ্ঞের পূজারি জানান, উত্তর মালদায় শান্তি কামনা ও মৌসম নূরের জয়ের জন্য আজ চাঁচল ব্লক তৃণমূলের কার্যালয়ে বিষ্ণু যজ্ঞ করা হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare