বিজেপিকে চাপে ফেলতে উত্তরে শিবসেনার অর্জুন
top of page

বিজেপিকে চাপে ফেলতে উত্তরে শিবসেনার অর্জুন

বিজেপিকে চাপে ফেলতে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রার্থী দিল শিবসেনা৷ এই জেলায় দলের তেমন কোনও সংগঠন না থাকলেও এবার জেলা এবং রাজ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় মহারাষ্ট্রের এই রাজনৈতিক দলটি৷ উত্তর মালদা কেন্দ্রে এবার এই দলের প্রার্থী হিসাবে আজ মনোনয়ন জমা দিলেন অর্জুনপ্রসাদ কেশরি৷


উত্তর মালদা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন অর্জুনপ্রসাদ কেশরি

দলের রাজ্য সম্পাদক সৌরভ সরকার আজ বলেন, শুধু মালদা নয়, তাঁরা এবার এই রাজ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছেন৷ কারণ, বাংলার রাজনীতি এখন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে৷ তাঁদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি৷ সেই দল থেকেই তাঁরা শিবসেনাতে যোগদান করেছেন৷ এখনকার বিজেপি নিজের জায়গা থেকে বিচ্যুত হয়েছে৷ এরা দিনে করে তৃণমূল, বিকেলে সিপিএম, রাতে বিজেপি৷ এরা এখন আর আসল গৈরিক পদ্ম নয়৷ তাই মানুষকে আসল গৈরিক জায়গায় নিয়ে যেতেই তাঁদের এই প্রচেষ্টা৷


প্রার্থী অর্জুনপ্রসাদ কেশরী বলেন, বিজেপির নীতি ও আদর্শকে এই রাজ্যের বিজেপি নেতৃত্ব গঙ্গার জলে বিসর্জন দিয়েছে৷ তৃণমূল ও সিপিএমের একাধিক দাগি নেতা আজ বিজেপির বড়ো লিডার৷ তারা আজ বিজেপির প্রার্থী৷ যেখানে লাল বিজেপি, সবুজ বিজেপি থাকবে, সেখানেই শিবসেনার আন্দোলন চলবে৷ বর্তমান বিজেপি নেতৃত্বের জন্য এখন এই রাজ্যে হিন্দুত্ব সংকটে৷ তাঁরা হিন্দুত্বের লড়াই লড়েন, লড়বেন৷ তাই তাঁরা সামনে থেকে শিব-সেনা করছেন৷ ভারতকে রক্ষা করার জন্য এখন পশ্চিমবঙ্গের কাছে কোনও বিকল্প নেই৷ একমাত্র বিকল্প বিজেপিও এখন তৃণমূলের পথে হাঁটছে৷ গোটা বিষয় নিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁদের কথা হয়েছে৷ তাঁরা ভোটের প্রচারেও আসবেন৷ আমার মূল প্রতিদ্বন্দ্বী লাল বিজেপি৷


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page