top of page

দৃষ্টিহীন ভোটাররা নিজেরাই ভোট দেবেন, প্রশিক্ষণ জেলা প্রশাসনের

দৃষ্টিহীন ভোটারদের ভোটদানের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন। শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক অশোককুমার মোদক সহ অন্যান্য আধিকারিকরা।


ভিভিপ্যাট ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেওয়া হয়

মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে ভিভিপ্যাট ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেওয়া হয়। জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, মালদা জেলায় মোট প্রতিবন্ধীর সংখ্যা ১১,৫২৭ জন। দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণের পরে ভোটারদের ভোটদানের ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে। প্রয়োজনে ভোটাররা ভোটদানের সময় সহায়ক নিতে পারেন। তবে এই প্রশিক্ষণের পরে ভোটাররা সহায়ক ছাড়াই ভোট দিতে পারবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page