top of page

কেন্দ্রীয় সরকার মানুষকে অপমান করেছে, মন্তব্য মোয়াজ্জেমের

Updated: Sep 17, 2020

শুক্রবার সকালে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোহম্মদ মোয়াজ্জেম হোসেন ইংরেজবাজার পুরসভার ১১, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার করেন। দেওয়াল লিখন করে তাঁর এই প্রচার কর্মসূচি শুরু হয়। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ও বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, কাউন্সিলর অম্লান ভাদুড়ি সহ বহু দলীয় সমর্থক। এলাকায় তিনি বাড়ি বাড়ি প্রচার সারেন। তিনি জানান মুখ্যমন্ত্রী উন্নয়ন বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, মানুষকে অপমান করেছে। তিনি জানান, ইংরেজবাজার শহরের যে জনজোয়ার দেখা যাচ্ছে তাতে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। এই তিন ওয়ার্ডের প্রচার সেরে তিনি গ্রামীণ এলাকায় যদুপুর ১ ও যদুপুর ২ পঞ্চায়েত এবং মহদীপুর পঞ্চায়েত এলাকার উদ্দেশ্যে যাত্রা করেন।


কেন্দ্রীয় সরকার মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, মানুষকে অপমান করেছেঃ মোস্তাক


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page