top of page

ক্ষোভের আগুন পৌঁছেছে গ্রামাঞ্চলেও, বিচার চেয়ে মিছিলে মহিলাদের ঢল

আরজিকর মেডিকেলের ঘটনায় ক্ষোভের আগুন শুধুমাত্র শহরেই সীমাবদ্ধ নয়। প্রতিবাদের আগুনের তাপ পৌঁছেছে গ্রামাঞ্চলেও। আরজিকর মেডিকেলে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে মিছিল করলেন হরিশ্চন্দ্রপুরের মহিলারা। চিকিৎসক পড়ুয়াদের আন্দোলনে পাশে থাকার বার্তাও দিলেন প্রমিলাবাহিনী।


আরজিকর মেডিকেলের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিশ্বের একাধিক দেশেও ক্ষোভ দেখা গিয়েছে। তবে এতদিন শুধুমাত্র শহরাঞ্চলেই ক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছিল। তবে গতকাল ক্ষোভের আগুন দেখা গিয়েছে গ্রামাঞ্চলেও। মঙ্গলবার হরিশ্চন্দ্রপুরের পিপলা থেকে একটি মিছিল পুরো এলাকা ঘুরে শহিদ মোড়ে শেষ হয়। বিচার চেয়ে মিছিলে পা মেলান প্রায় পাঁচশো মহিলা। রাজনৈতিক পতাকা ছাড়া এমন প্রতিবাদ মিছিল ওই এলাকায় এর আগে দেখা যায়নি বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।



জয়া সান্যাল নামে এক মহিলা জানান, আরজিকর ঘটনায় সাতদিন পেরিয়ে গিয়েছে। এখনও সুবিচার পাওয়া যায়নি৷ সব দোষীরাও সামনে আসেনি৷ শুধু একজনকে ধরলে চলবে না৷ অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রতিটি দোষীর কঠোর শাস্তি চাই৷ যতক্ষণ না আমরা প্রতিটি দোষীকে সামনে আনতে পারছি, ততক্ষণ অভয়ার আত্মা শান্তি পাবে না৷ এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি৷ প্রয়োজনে আবার রাস্তায় নামব৷


অর্চি চক্রবর্তী বলছেন, শুধু নারী নয়, দিকে দিকে পুরুষরাও এখন অসুরক্ষিত৷ আমাদের নিরাপত্তার ভীষণ অভাব৷ শুধু বড় শহরে নয়, ছোট ছোট গ্রামেও প্রতিদিন নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা চাই, আর কোনও নির্ভয়া, আর কোনও তিলোত্তমাকে যেন আমাদের আর দেখতে না হয়৷ নির্যাতিতাদের অপরাধীরা যেন কঠোর শাস্তি পাই৷ যাতে কোনও নির্যাতন করার আগে বিকৃত মানসিকতা ভয়ে কেঁপে ওঠে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page