top of page

সোনা পাচার করতে এসে পুলিশের জালে রাজস্থানের কারবারি

বেআইনিভাবে সোনা পাচার করতে এসে পুলিশের জালে রাজস্থানের তিন সোনা পাচারকারী। গ্রেফতার করা হয়েছে এক সোনার দোকানের মালিককেও। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


শুক্রবার সকালে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রামপঞ্চায়েতের মনোহরপুর এলাকায় রাজস্থানের ধরমপুর জেলার তিন ব্যক্তি উত্তম কর্মকারের সোনার দোকানে বেশকিছু সোনা বিক্রি করছিল। সেই সময় পুলিশ ওই দোকানে অভিযান চালায়। বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার করা হয় তাদের।


Rajasthan-Businessmen-caught-by-police-for-smuggling-gold

মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, ধৃতদের মধ্যে তিনজনের নাম সুরজ সিং নায়েক, ধরমবীর নায়েক এবং কমলেশ নায়েক। এদের বাড়ি রাজস্থানে। পাশাপাশি এই ঘটনায় মনোহরপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী উত্তম কর্মকারকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page