দুর্ঘটনার পর বাস পরিসেবা বন্ধ করল রেল কর্তৃপক্ষ, ক্ষোভ
top of page

দুর্ঘটনার পর বাস পরিসেবা বন্ধ করল রেল কর্তৃপক্ষ, ক্ষোভ

বাস দুর্ঘটনার পরেই বাস পরিসেবা বন্ধ করল রেল কর্তৃপক্ষ। ফের বাস চালুর দাবিতে মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম ভবনের সামনে বিক্ষোভ অভিভাবকদের। যদিও অভিভাবকদের কথা মানতে রাজি নন রেল কর্তৃপক্ষ।


উল্লেখ্য, গত শনিবার দুর্ঘটনার মুখে পড়েছিল কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া বোঝাই বাস। বাসে থাকা ৭১ জন পড়ুয়ার মধ্যে ৩৭ জন কম বেশি আহত হয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত বাসটি ছিল রেলের। এই ঘটনার পরেই বাস পরিসেবা বন্ধ করল রেল কর্তৃপক্ষ। এক অভিভাবক জানান, কেন্দ্রীয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য রেলের দুটি বাস চলত। শনিবারের দুর্ঘটনার পর থেকে দুটি বাস বন্ধ করে দেওয়া হয়েছে। ফের পরিসেবা চালুর দাবিতে আজ রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ কোনও কথা শুনতে রাজি নয়।


পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্রকুমার জানান, রেলের স্কুল বাস আর চালু হবে না। আগে এই সুবিধা চালু ছিল। কিন্তু রেলে এই ব্যবস্থার বিধান নেই। সাধারণত স্কুল কর্তৃপক্ষ কিংবা বেসরকারি উদ্যোগে স্কুল বাস চলে। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া-আসার দায়িত্ব অভিভাবকদেরই।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page