ট্রেনের টিকিটে জালিয়াতি! শহরে রেল পুলিশের হানায় গ্রেফতার এক
আবার রেলের টিকিট জালিয়াতির অভিযোগে একজনকে গ্রেফতার করল রেল পুলিশ। বুধবার দুপুরে মালদা শহরের মকদুমপুর এলাকায় একটি রেলের টিকিট করার বেসরকারি সংস্থায় হানা দেয় রেল পুলিশ ও আরপিএফ। অভিযোগ, বেশ কিছুদিন ধরে রেলের টিকিট জালিয়াতির সঙ্গে ওই সংস্থা যুক্ত হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আরপিএফ ও রেল পুলিশ ওই সংস্থায় হানা দেয়। বেশ কিছু নথি ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার কর্ণধার অমিত ঘোষকে গ্রেফতার করেছে রেল পুলিশের গোয়েন্দা শাখা ও আরপিএফ।
উল্লেখ্য, রেলের টিকিটের জালিয়াতি রুখতে কিছুদিন আগেই মালদা শহরের নেতাজি মোড়ের একটি সংস্থায় হানা দিয়েছিল রেল পুলিশ।
Comments