top of page

বিকল ইঞ্জিন, রাতভর ভোগান্তিতে মালদা স্টেশনে যাত্রীরা

Updated: Mar 23, 2023

ট্রেন লাইনের ওপর বিকল হয়ে পড়ে রইল ইঞ্জিন। তার জেরে গতকাল রাত থেকে প্রবলভাবে ব্যহত হল রেল পরিষেবা৷ ঘটনাটি ঘটেছে কাটিহার ডিভিশনের সামসি ও মালাহার স্টেশনের মাঝামাঝি জায়গায়৷ অবশেষে আজ সকালে সেই ইঞ্জিনকে ঘটনাস্থল থেকে সরিয়ে আনেন রেলকর্মীরা৷ তবে এই ঘটনার প্রেক্ষিতে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।



গতকাল রাতে সামসি ও মালাহার স্টেশনের মাঝামাঝি জায়গায় হঠাৎ বিকল হয়ে পড়ে কাটিহার-মালদা কোর্ড ডেমু ট্রেনের ইঞ্জিন৷ এর ফলে রাত থেকেই ডাউন লাইন দিয়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন৷ রাতেই খবর যায় কাটিহার ডিভিশনে৷ সেখান থেকে ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা৷ এদিন সকালে রেলকর্মীরা ইঞ্জিনটি কোনোরকমে সামসি স্টেশনে নিয়ে যান৷ সকাল থেকেই একাধিক যাত্রীরা আটকে পড়েন মালদা টাউন স্টেশনে। রেল পরিসেবা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন যাত্রীরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page