কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ, বিজেপির সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি রায়হানের
top of page

কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ, বিজেপির সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি রায়হানের

প্রচার শুরু করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরি। গনিখানের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন তিনি। এদিকে, সেদিনই গনি ভিটেয় দাপিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। তবে কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন না তিনি। বিজেপির সঙ্গেই লড়াই হবে বলে জানালেন রায়হান।



রায়হান জানান, দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপিই আমার প্রধান প্রতিপক্ষ৷ কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী ও তাঁর পরিবারকে শ্রদ্ধা করি। উনি খুব ভালো মনের মানুষ৷ কিন্তু লড়াইয়ের ময়দানে তাঁকে একবিন্দু জমি ছাড়ব না৷ গনি খান চৌধুরীর পরবর্তী প্রজন্ম পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এত বছর সুযোগ পাওয়ার পরও কংগ্রেস যে বারবার ব্যর্থ হয়েছে প্রচারে তা তুলে ধরব। প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি৷ কর্মীদের জন্যই এখনও প্রচারে অন্য দলগুলির থেকে অনেক এগিয়ে রয়েছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষকে যেভাবে সাহায্য করেছে তা প্রচারে এসে বুঝতে পারছি। এবার দক্ষিণ মালদায় তৃণমূলের জয় হচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page