খাদ্য সুরক্ষা দফতরকে নিয়ে বাজারে হানা মহকুমাশাসকের
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 20, 2023
- 1 min read
কাঁচা লিচু ও কার্বাইড দিয়ে পাকানো আম বিক্রি রুখতে বাজারে হানা মালদা জেলা প্রশাসনের। সতর্ক করা হয়েছে বেশ কিছু বিক্রেতাদের। ক্রেতাদের সচেতন করতেও ময়দানে নামতে চলেছে খাদ্য সুরক্ষা দফতর।
শনিবার সকালে মালদা শহরের আম বাজার ও রথবাড়ি নেতাজি পুর বাজারে হানা দেন সদর মহকুমাশাসক পঙ্কজ তামাং। সঙ্গে ছিল খাদ্য সুরক্ষা দফতর ও উদ্যানপালন দফতর। অভিযানে কার্বাইড দিয়ে পাকানো আম ও কাঁচা লিচু বিক্রি নজরে আসে প্রশাসনিক আধিকারিকদের। পুলিশের হাতে সেই সমস্ত আম ও লিচু তুলে দিয়ে সতর্ক করা হয় বিক্রেতাদের।

মহকুমাশাসক পঙ্কজ তামাং জানান,
বাজারে কার্বাইড দিয়ে পাকানো আম ও কাঁচা লিচু বিক্রির অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে আজ মালদা শহরের আমবাজার ও রথবাড়ি বাজারে হানা দেওয়া হয়েছে। কার্বাইড ব্যবহৃত আম ও কাঁচা লিচু বিক্রি করতে নিষেধ করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের তরফে মাইকিং করার কাজ শীঘ্রই শুরু হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments