একই দিনে মালদা শহরে রাহুল-মমতা
top of page

একই দিনে মালদা শহরে রাহুল-মমতা

একই দিনে মালদা শহরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধি। ৩১ জানুয়ারি মালদা শহরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সরকারি সাহায্য তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, বেশ কিছুদিন আগেই জেলা কংগ্রেসের তরফে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় মালদা শহরে আসার কথা জানানো হয়েছে। স্বভাবতই মাসের শেষ দিনে দুই ভিভিআইপির আগমনে সরগরম হতে চলেছে মালদা শহর।


মুখ্যমন্ত্রীর সফরনামা নিয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের কাছে চূড়ান্ত কোনো নির্দেশিকা আসেনি বলে জানা যাচ্ছে। তবে আজ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের মহড়া ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সেখানে উপস্থিত থাকা দেখে অনেকেই মনে করছেন লিখিতভাবে সেই নির্দেশিকা আসা শুধু সময়ের অপেক্ষা।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা তৃণমূলের রাজ্য নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, মুখ্যমন্ত্রী সরকারি সফরে মালদা আসছেন৷ ৩১ তারিখ বেলা ১২টার দিকে তিনি ক্রীড়া সংস্থার পাশের মাঠে হেলিকপ্টারে নামবেন৷ সেখান থেকে ডিএসএ মাঠে এসে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে প্রদান করবেন৷ সভা শেষে তিনি বহরমপুরের উদ্দেশ্যে উড়ে যাবেন৷



এদিকে ওই দিনেই হরিশ্চন্দ্রপুর হয়ে মালদা শহরে আসছেন রাহুল গান্ধি৷ জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার জানিয়েছেন, ৩১ জানুয়ারি সকালে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায়যাত্রা হরিশ্চন্দ্রপুরের লাভা দিয়ে মালদায় প্রবেশ করবে৷ সেখান থেকে সকাল ১১টায় যাত্রা পৌঁছবে ভালুকায়৷ সেখানেই মধ্যাহ্ন ভোজন করবেন রাহুলজি৷ এরপর রতুয়া হয়ে যাত্রা ইংরেজবাজারে প্রবেশ করবে৷ বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে রাহুলজি গাড়ি থেকেই জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন৷ সেখান থেকে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুরে পৌঁছে সেখানেই রাত্রি বাস করবেন তিনি। ১ ফেব্রুয়ারি সকালে ভারত জোড়ো যাত্রা বৈষ্ণবনগর হয়ে ফরাক্কা চলে যাবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page