দলে ভাঙন রুখতে মালদা আসছেন রাহুল গান্ধি
জেলা কংগ্রেসের ভাঙন রুখতে মালদা জনসভা করতে আসছেন রাহুল গান্ধি। মালদা জেলা কংগ্রেস সূত্রে খবর উত্তর এবং দক্ষিণ দুই কেন্দ্রের প্রার্থীদের নিয়ে জনসভা করবেন তিনি। উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরে মাইক বাজিয়ে সভা করার অনুমতি পাওয়া যাবে। তাই আগামী ১৫ই মার্চ মালদায় সভা করতে আসছেন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি।
১৫ই মার্চ মালদায় সভা করতে আসছেন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি
সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মৌসম। তৃণমূল ইতিমধ্যেই তাঁকেই উত্তর মালদার প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের আস্তানায় ভাঙন রুখতে মালদায় পা রাখতে চলেছেন রাহুল। মালদা জেলার দুটি আসন ধরে রাখতেই মালদা জেলা থেকে নির্বাচনি প্রচার শুরু করতে চাইছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধির মালদার সভা সম্পর্কে মালদার জেলাশাসককে জানানো হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments