top of page

রাগাঞ্জলি’র উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যা

শনিবারের সন্ধ্যাটা জেলার সংগীতপ্রেমী মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠল। মালদা শিল্পী সংসদের পৃষ্ঠপোষকতায় পন্ডিত শ্যামল বসু ও পন্ডিত কমল বসু স্মরণে এক উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিল রাগাঞ্জলি। প্রচুর দর্শকের সামনে প্রথমে খেয়াল পরিবেশন করেন দীপ্তায়ন বারুরী। সমবেত তালবাদ্যের তালে উপস্থিত দর্শককে সংগীতে এক অনন্য মাত্রা উপস্থাপন করেন ধ্রুবজ্যোতি চক্রবর্তী, অভিজিৎ বারুরী শুভেন্দু চৌধুরী ও শুভশঙ্খ বারুরী। অনুষ্ঠানের সর্বশেষে দৈত্য বেহালায় সুরের মূর্ছনায় সবাইকে মাতিয়ে তোলেন শিলিগুড়ি থেকে আগত অতিথি শিল্পী সুজন অধিকারী ও শুভদীপ অধিকারী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালক ছিলেন মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা।


Raganjali

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Komentarai


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page