top of page

কবিগুরুর ১৫৮তম জন্ম জয়ন্তী আজ

Updated: Aug 17, 2020


Rabindra Jayanti

উৎসাহ-উদ্দীপনার সঙ্গে আজ মালদা জেলাতে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। সকালে টাউন হলের সামনে থেকে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলি এক বর্ণাঢ্য মিছিল করে রবীন্দ্র মূর্তির সামনে এসে জড়ো হয়। সেখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন পুরসভার উপ পুরপ্রধান দুলাল সরকার, পুরপিতা আশিস কুণ্ডু, মালদা শিল্পী সংসদের সভাপতি দ্বিজেন সরকার, বিশিষ্ট কবি প্রশান্ত গুহমজুমদার সহ বিভিন্ন ব্যক্তিগণ। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র নৃত্য, আবৃত্তি ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়।




コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page