শোভাযাত্রা সহকারে স্বচ্ছতা উৎসব ইংরেজবাজার পুরসভার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 30, 2023
- 1 min read
স্বচ্ছতা উৎসব পালন করল ইংরেজবাজার পুরসভা। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার পুরসভার তরফে স্বচ্ছতা নিয়ে একটি সচেতনতা মূলক মিছিল বের করা হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে জমায়েত করে। মিছিলে পা মেলান পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, পুরসভার সমস্ত কাউন্সিলর ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মিছিল শেষে সকলকে মোমবাতি হাতে শপথ বাক্য পাঠ করান পুরসভার চেয়ারম্যান।

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি জানান,
জঞ্জাল মুক্ত শহর করতে আমরা শোভাযাত্রার আয়োজন করছি। এই শোভাযাত্রার মাধ্যমে স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires