১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা নিছক গোলাপ ফুল ও চকোলেটের মোড়ক আদানপ্রদানে আটকে থাকে না, তাই-ই প্রমাণ করলেন আস্থানুসঙ্গী সংগঠন ও তারাশঙ্কর সোসাইটির সদস্যবৃন্দ। এই দিনটি তাঁরা সঁপে দিলেন পুলওয়ামা কাণ্ডে শহীদ জওয়ান ও যাঁরা এখনও সীমান্তে দেশের রক্ষার জন্য আমরণ লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁদের।
এদিন সকালে তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানদের নিয়ে পালন করল এক স্মরণসভা। বীর জওয়ানদের চোখের জল মুছিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের হাতে করে মিষ্টি বিতরণ করেন। উক্ত দিনেই পল্লিশ্রীর প্রাঙ্গণে আস্থানুসঙ্গী সংগঠনের সদস্যরা শহীদ জওয়ানদের উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বক্তৃতা ও গানের কথায় চলতে থাকে এই অনুষ্ঠান। এই সংগঠনের এক সদস্যা শ্রাবন্তীর কথায়, ভ্যালেনটাইন্স ডে শুধু প্রেমিক-প্রেমিকার জন্য নয়। আমাদের মা-বাবা, বন্ধুবান্ধব সহ তাদের জন্য যারা দেশের সীমান্তে দিনরাত এক করে আমাদের রক্ষা করেন।
Comments