top of page

পারিশ্রমিক চেয়ে মার খেল বাদ্যযন্ত্রী

পাওনা টাকা চাওয়ায় এক বাদ্যযন্ত্রীকে মারধরের অভিযোগ উঠল পুখুরিয়ায়। ঘটনায় আহত শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার কোকলামারী গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



আহত বাদ্যযন্ত্রীর নাম গৌতম রবি দাস (৪৫)। গৌতম বিয়ে বাড়ির বাজনাওয়ালার কাজ করেন। আহতর পরিবারের সদস্যরা জানায়, এলাকার এক যুবক প্রশান্ত রবি দাসের কাছে বিয়ে বাড়ির বাজনার পারিশ্রমিক হিসেবে ৮০০ টাকা পেত গৌতম রবিদাস। বেশ কিছুদিন ধরে সেই টাকা চাইলেও দিচ্ছিল না প্রশান্ত। আজ সকালে তার বাড়ির সামনে দিয়ে প্রশান্ত যাচ্ছিল। সেই সময় তার কাছে পারিশ্রমিকের টাকা চাইলে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই প্রশান্ত লোহার রড ও লাঠি নিয়ে গৌতমের ওপর চড়াও হয়। গৌতমের মাথায় গুরুতর চোট লাগে ও বাম হাত ভেঙে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করে। গোটা ঘটনায় পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে আহত গৌতম রবিদাসের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page