top of page

ক্লাব কর্তাদের হাতে পুজোর গাইড লাইন তুলে দিল পুলিশ

Updated: Aug 13, 2020

শারদীয় উৎসবকে সামনে রেখে ইংরেজবাজার থানার উদ্যোগে শহর এবং গ্রামের ক্লাব কর্তাদের নিয়ে এক আলোচনা সভা আয়োজিত হল। শুক্রবার মালদা বাণিজ্য ভবনের সভাকক্ষে এই আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র, ডিএসপি বিপুল মজুমদার, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরি, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহ সভাপতি কমলেশ বিহানী সহ অন্যান্যরা।



এদিনের আলোচনা সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্লাব কর্তাদের হাতে পুজোর গাইড লাইন তুলে দেওয়া হয়। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে বিভিন্ন নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নিরাপত্তার স্বার্থে বিগ বাজেটের পুজো কমিটিগুলোকে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে বলা হয়।


ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র জানান, আজ গ্রাম এবং শহরের ক্লাব কর্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আজকের সভায় পূজার নিয়মাবলী তুলে ধরা হয় উদ্যোক্তাদের সামনে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page