top of page

সরকারি ভবনে মদ-মাংস-মধুচক্র, হাতেনাতে ধরল জনতা

সরকারি ভবনে মদ-মাংসের সঙ্গে মধুচক্রের আসর বসানোর অভিযোগ। হাতেনাতে তিনজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ৩-৪ সপ্তাহ ধরে প্রতি শনি ও রবিবার সন্ধে হতেই অফিস চত্বরে থাকা হাইমাস্ট ল্যাম্প বন্ধ করে দেওয়া হচ্ছিল। রাত হলে সেই অফিসে যুগলদের ঢুকতে দেখা যেত৷ সরকারি অফিসের মধ্যেই চলত মধুচক্রের আসর৷ গতকালও রাত সাড়ে আটটা নাগাদ হাইমাস্ট ল্যাম্প বন্ধ করে দেওয়া হয়৷ সাড়ে ৯টা নাগাদ এক যুবক-যুবতিকে ওই অফিসে যেতে দেখেন গ্রামের কিছু যুবক। খোদ নাইট গার্ড দুজনকে অফিসের ভেতরে নিয়ে যান। পরে ওই যুবকরা জানালা দিয়ে দেখেন, ভিতরে তিনজন বিরিয়ানি খাচ্ছেন৷ বহিরাগত ওই যুবক ও যুবতী অশালীন অবস্থায় রয়েছেন৷ এরপরই ওই গ্রামবাসীরা চিৎকার চ্যাঁচামেচি শুরু করে দেন। নিমেষে গ্রামের আরও লোকজন সেখানে জড়ো হয়। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে নাইট গার্ড সহ তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


প্রতীকী ছবি।

স্থানীয় যুবক রূপম পোদ্দার জানান, গত কয়েক সপ্তাহ ধরেই এমন ঘটনা ঘটছে৷ প্রতি শনি-রবিবার সন্ধে হতেই অফিসের লাইট বন্ধ হয়ে যাচ্ছে৷ অন্ধকারের সুযোগে অফিসে লুকিয়ে মহিলা ঢুকছে৷ নাইট গার্ড থাকা সত্ত্বেও অফিসে রাতে কোনও মহিলা কেন ঢুকবে? গতকাল রাতেও একই ঘটনা ঘটে। জানালা দিয়ে দেখি, অফিসের ভিতরে লাইট বন্ধ করে তিনজন বিরিয়ানি খাচ্ছে৷ নাইট গার্ডের সঙ্গে এক মহিলা আর পুরুষ ছিল৷ পুলিশ এসেছিল৷ একটি ছেলে সমস্ত ঘটনা মোবাইলে ক্যামেরা বন্দি করার চেষ্টা করে। সেই সময় পুলিশ তার ফোন কেড়ে নিয়েছিল। সেই কারণে আমরা পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখিয়েছি।


রেভিনিউ অফিসার দেবরাজ মুখার্জি জানান, গোটা ঘটনা বিএল অ্যান্ড এলআরও সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি৷ এমন ঘটনা আগে ঘটেছে কিনা জানা নেই৷ পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখবে৷ যদি ওই নাইট গার্ড অপরাধ করে থাকেন, তাঁর কঠোর শাস্তি হবে৷ অফিসের তরফে আমরা থানায় অভিযোগ জানাব৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page