আবাস যোজনায় দুর্নীতি! প্রধানের স্বামীকে ঘেরাও করে বিক্ষোভ
top of page

আবাস যোজনায় দুর্নীতি! প্রধানের স্বামীকে ঘেরাও করে বিক্ষোভ

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সভাতে পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ বঞ্চিত এলাকাবাসীর। পরবর্তীতে আরও কঠোরভাবে প্রতিবাদের হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা।


হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আজ হরিশ্চন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বিএম জুনিয়র হাইস্কুলে বসেছিল গ্রাম্যসভা। সেখানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের প্রধান রিসবা খাতুনের স্বামী তথা তৃণমূল নেতা আফজাল হোসেন। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীর একাংশ। তাঁদের অভিযোগ, আবাস যোজনার তালিকায় দুর্নীতি হয়েছে। প্রকৃত উপভোক্তাদের বদলে যাদের পাকা বাড়ি রয়েছে তাঁদের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। কাটমানি না দিতে পারায় তালিকা থেকে প্রকৃত উপভোক্তাদের নাম বাতিল করা হয়েছে।


পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা আফজাল হোসেন জানান,

বিক্ষোভকারীরা গরিব। সমীক্ষা হয়েছিল, কিন্তু কেন তাঁদের নাম বাদ গেল বুঝতে পারছেন না তিনি। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলে পুনরায় সমীক্ষার দাবি জানাবেন তিনি।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page