পোকা ধরা চাল বিলির অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ
top of page

পোকা ধরা চাল বিলির অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ

রেশন বিলি নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে ডিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচক ব্লকের মধুপুর এলাকায়।


শুক্রবার সকালে মধুপুর এলাকায় দুয়ারে সরকার প্রকল্পে রেশন বিলির কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের পোকা ধরা চাল উপভোক্তাদের মধ্যে বিলি করা হয়। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আরও অভিযোগ, রেশন ডিলার এলাকায় নিয়মিত রেশন বিলি করেন না। পরে ডিলারের তরফে চাল পরিবর্তন করে ভালো চাল দেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।



রেশন ডিলার জানান, ডিস্ট্রিবিউটরের থেকে চাল নিয়ে এসেছিলাম। একটু খারাপ মানের চাল ছিল। এনিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেছেন। গ্রাহকদের দাবি অনুযায়ী ডিস্ট্রিবিউটরের কাছে চাল পরিবর্তন করে ভালো চাল বিলি করা হবে। তবে নিয়মিত রেশন না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। এমাসে পুজোর ছুটি থাকায় রেশন বিলিতে খানিকটা সময় লেগেছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page