top of page

গৌড়বঙ্গে দুর্নীতির অভিযোগে মিছিল শহরে

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল বিজেপি যুব মোর্চার। আজ দুপুরে বিজেপি জেলা কার্যালয় থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, যুব মোর্চার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি শুভঙ্কর চম্পটি, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। রথবাড়ি মোড়ে খানিকক্ষণ বিক্ষোভ দেখানোর পর যুব মোর্চার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।


খগেন মুর্মু জানান, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের নানা দুর্নীতি সামনে আসছে। এর প্রতিবাদে আজ মালদা জেলার বিজেপি যুব মোর্চার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page