top of page

ভাষা সমস্যা, আদিবাসী ডাক্তারকে স্বাস্থ্যকেন্দ্রে ফেরাতে বিক্ষোভ

চিকিৎসককে বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে শামিল হল আদিবাসী সিঙ্গেল অভিযান ও এলাকার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের প্রিয় ডাক্তারকে অন্যায়ভাবে বদলি করে দেওয়া হয়েছে অন্যত্র। পুনরায় তাঁকে হাসপাতালে নিয়ে আসতে হবে। ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের একলাখি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।



বিক্ষোভকারীদের অভিযোগ, হাতিমারি এলাকায় মূলত আদিবাসী সম্প্রদায়ের বসবাস। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার আদিবাসী হওয়ায় সাধারণ মানুষের অসুবিধা নিজের মাতৃভাষায় শুনতেন ওই ডাক্তার। সমস্ত অসুবিধার কথা শুনেই চিকিৎসা করতেন। তাঁদের পছন্দের চিকিৎসক শিশুপাল সোরেনকে অন্যায়ভাবে বদলি করে দেওয়া হয়েছে। বর্তমানে যেসব ডাক্তার রয়েছেন তাঁরা আদিবাসী না হওয়ার কারণে ভাষা সমস্যায় পড়তে হচ্ছে আদিবাসী সম্প্রদায়কে। তাই অবিলম্বে শিশুপাল সোরেনকে হাতিমারি হাসপাতালে পুনর্বহাল করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন আদিবাসী সিঙ্গেল অভিযান। ওই চিকিৎসককে পুনরায় আগের জায়গায় ফিরে আনার দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে জেলা স্বাস্থ্য আধিকারিককে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page