সাংসদদের মারধরের প্রতিবাদে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও
সাংসদ অর্জুন সিংহ ও দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান জেলা বিজেপির কর্মী সমর্থকরা। সোমবার বিকেল তিনটা নাগাদ বিজেপির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে জমায়েত হয় পুলিশ সুপারের দপ্তরের সামনে। পুলিশ সুপারের দপ্তরের সামনে বিজেপির কর্মী-সমর্থকেরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনের মিছিলে পা মেলান উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতা-কর্মীরা।
বিজেপির পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সুপারের দপ্তরের সামনে বক্তব্য রাখেন বিজেপির জেলা নেতৃত্বরা। বিজেপি নেতৃত্ব দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, সারা রাজ্য জুড়ে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার পুলিশ কর্মীদের ব্যবহার করে যেখানে সেখানে বিজেপি কর্মী ও নেতৃত্বকে হেনস্তা করছে। মারধর করা হচ্ছে রাজ্যের শীর্ষ নেতৃত্ব সহ কর্মীদের। সাংসদ অর্জুন সিংহ ও দিলীপ ঘোষকে মারধরের ঘটনার প্রতিবাদে আজ তাঁদের এই পুলিশ সুপারের দপ্তর ঘেরাও কর্মসূচি।
تعليقات