গতিধারায় গাড়ি কিনে নাজেহাল গাড়ির মালিক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 9, 2019
- 1 min read
Updated: Aug 13, 2020
গতিধারা প্রকল্পের সাহায্যে গাড়ি কিনে সমস্যায় পড়েছেন গাড়ির মালিকরা। একদিকে পুলিশি ধরপাকড়, অন্যদিকে নিত্যদিনের যানজট। প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গাড়ি মালিকরা। সোমবার সকালে বিজেপির নেতৃত্বে কোতোয়ালির দুর্গামোড়ে মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
যানজট ও পুলিশি ধরপাকড়ে বেকায়দায় গাড়ি চালক
গাড়ির মালিকদের অভিযোগ, নিত্যদিনের যানজট ও পুলিশি ধরপাকড়ে বেকায়দায় পড়েছেন তাঁরা। ব্যাংকের মাসিক কিস্তিটুকু উপার্জন হচ্ছে না তাঁদের। বাধ্য হয়েই তাঁরা পথ অবরোধে শামিল হয়েছেন। এপ্রসঙ্গে বিজেপি নেতা উজ্জলকুমার রায় জানান, গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনে সমস্যায় পড়েছেন গাড়ির মালিকরা। অটোর জন্য নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই। অথচ রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তুলতে গেলেই পুলিশি হয়রানির শিকার হতে হয়। সেই সঙ্গে বাড়তি পাওনা নিত্যদিনের যানজট। ফলে আর্থিক উপার্জন দিনে দিনে হ্রাস পাচ্ছে মালিকদের। ব্যাংকের ঋণ শোধ করতে নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে মালিকদের। বাধ্য হয়েই আজ গাড়ির মালিকরা পথে নেমেছেন।
Comentarios