চাকরি না মেলায় মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে বিক্ষোভ
মুখ্যমন্ত্রীর জেলায় পা রাখার কয়েক ঘণ্টা আগেই চাকরির দাবিতে ব্লক অঙ্গনওয়াড়ি দফতরের সামনে বিক্ষোভ মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকদের। মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি নিয়ে দ্বারস্থ হওয়ার কথা জানাচ্ছেন তাঁরা।
উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের ভাদোহিতে কার্পেট কারখানায় বিস্ফোরণ কাণ্ডে মানিকচকের নয়জন শ্রমিকের মৃত্যু হয়। সেই সময় রাজ্য সরকারের তরফে পরিবারগুলিকে আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি সরকারি চাকরির আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অভিযোগ, ঘটনার পর তিন বছর কেটে গেলেও ফিরেও তাকায়নি রাজ্য সরকারের কোনও প্রতিনিধি কিংবা কোনও রাজনৈতিক নেতারা।
এদিকে, আগামী ৮ তারিখ মালদায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ জেলায় পা রাখতে চলেছেন তিনি। তাঁর জেলায় পৌঁছনোর আগেই চাকরির দাবিতে বিক্ষোভ মৃত শ্রমিকদের পরিবারের।
ঘটনাপ্রসঙ্গে আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে জানান, প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও চাকরি দেওয়া হয়নি ওই পরিবারগুলিকে। এরা বারবার বিভিন্ন সরকারি দফতর সহ তৃণমূলের নেতাদের কাছে গিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই পরিবারগুলি নিজেদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চাইছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments