top of page

প্রার্থীদের ওপর অত্যাচারের প্রতিবাদে থানা ঘেরাও

পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী ও কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা এবং পুলিশি অত্যাচারের প্রতিবাদে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। পরে সংগঠনের পক্ষ থেকে থানার আইসির হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়।


শুক্রবার দুপুরে বিজেপির জেলা নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, ইংরেজবাজার পুরসভার প্রতিটি প্রার্থী ও কর্মীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল শহরের রাস্তায় নামে। বিজেপি কার্যালয় থেকে মিছিলটি শহর পরিক্রমা করে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। মিছিলে পা মেলান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি, গোপালচন্দ্র সাহা, চিন্ময় দেব বর্মণ সহ অন্যান্যরা। পরে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি থানার আইসির হাতে তুলে দেওয়া হয়।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page