শিক্ষকরা দেরিতে আসায় স্কুলে তালা ঝুলিয়ে প্রতিবাদ
top of page

শিক্ষকরা দেরিতে আসায় স্কুলে তালা ঝুলিয়ে প্রতিবাদ

শিক্ষকদের সময়মতো স্কুলে না আসা ও মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষকদের দেরিতে স্কুলে আসার ঘটনা স্বীকার করলেও মিড-ডে মিল নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।



অসিত দাস নামে এক অভিভাবকের অভিযোগ, স্কুলের কয়েকজন শিক্ষকের মদতেই দিনের পর দিন মিড-ডে মিলে দুর্নীতি হচ্ছে। শিক্ষকরা স্কুলেও সময়মতো আসেন না। রাঁধুনিরা মিড-ডে মিল বাড়িতে নিয়ে চলে যান। সরকারি নিয়ম অনুযায়ী পড়ুয়াদের মিড-ডে মিলে ঠিক মতো ডিম দেওয়া হয় না।


স্কুলের প্রধান শিক্ষক শেখ নাসিম আক্তার জানান, রাস্তায় যানজট থাকায় তাঁর স্কুলে আসতে ৫ মিনিট দেরি হয়েছে। শিক্ষকদের স্কুলে আসতে খানিকটা সময় দেরি হলেও মিড-ডে মিল নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। মিড-ডে মিলে নিয়ম মেনে পড়ুয়াদের ডিম দেওয়া হয়।


ঘটনাপ্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান, শিক্ষকদের স্কুলে অনিয়মিত আসার বিষয়টি তাঁদের দায়িত্বে পড়ে না। তবে তিনি স্কুল ইনচার্জকে বিষয়টি জানাবেন। যা সিদ্ধান্ত নেওয়ার ইনচার্জ নেবেন।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page