top of page

মিড-ডে মিলের ডালে কিলবিল করছে পোকা, বিক্ষোভ

মিড-ডে মিলে পোকা ধরা ডাল রান্না করেই খাওয়ানোর অভিযোগ চাঁচলে। প্রতিবাদে অভিভাবকরা শিশু শিক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। ডিলার এই ডাল দিয়েই পাঠিয়েছে বলে দাবি করেছেন শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষিকার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ঘটনাটি চাঁচল ১ ব্লকের সঞ্জীব এসএসকের।


অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মিড-ডে মিলে বাচ্চাদের পোকা ধরা ডাল রান্না করে খাওয়ানো হচ্ছে। আজ সকালেও রাঁধুনিকে পোকা ধরা ডাল রান্না করতে দেওয়া হয়। প্রতিবাদ করেন কেন্দ্রের রাঁধুনি। বিষয়টি নজরে আসতেই অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও ওই শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা পূর্ণিমা চক্রবর্তী দাবি করেছেন, ডাল যেদিন দেওয়া হয়, সেদিনই আমি সুপারভাইজার দিদিকে জানিয়েছিলাম ডাল ভালো দেওয়া হয়নি।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page