top of page

রাস্তার দাবিতে বিক্ষোভ হরিশ্চন্দ্রপুরে, কাজ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। বর্ষার মরশুমে গর্তে ভরা রাস্তায় জল-কাদা জমে রয়েছে। নিত্যদিনই কোনও না কোনও দুর্ঘটনা ঘটেই চলেছে। বারবার এলাকার জন প্রতিনিধিদের জানিয়েও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে কাদা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলাম গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকায়। আগামী বিধানসভা ভোটের আগে রাস্তার কাজ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নোয়াপাড়া কামাত ও বস্তা এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার জল জমে গোটা রাস্তায় কাদা ভরে গিয়েছে। ওই রাস্তায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। একাধিক মানুষের হাত-পা পর্যন্ত ভেঙেছে। ভাঙা রাস্তায় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। এনিয়ে বারবার স্থানীয় জন প্রতিনিধিদের রাস্তার দাবি জানিয়েও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে বৃহস্পতিবার আন্দোলনে সামিল হন স্থানীয় বাসিন্দারা।

ree

নোয়াপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, এই রাস্তায় গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষ হেঁটে চলাচল করতে পারেন না। ভোটের সময় নেতারা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে তাদের দেখা পর্যন্ত পাওয়া যায় না। বাধ্য হয়ে আমরা আন্দোলনে সামিল হয়েছি। ভোটের আগে রাস্তা না হলে আমরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।

স্থানীয় জেলা পরিষদ সদস্য আমিনুল হক বলেন, জেলা প্রশাসনের কাছে রাস্তা তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাস্তার কাজ হয়ে যাবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page