top of page

কন্যাশ্রী পেতে কাটমানি দিতে হচ্ছে, বিক্ষোভ স্কুলে

মিড-ডে-মিলে সামগ্রী কম দেওয়া, পচা আলু, পোকা ধরা ডাল বিলি করার বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শুধু তাই নয়, টাকার বিনিময়ে বিবাহিত মেয়েদেরও কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের তালগাছি সিনিয়র মাদ্রাসায়।


আজ সিনিয়র মাদ্রাসায় মিড-ডে মিল বিলির দিন ছিল। সকালে মিড-ডে মিল নিতে এসে অভিভাবকরা দেখেন মিড-ডে মিলে বরাদ্দ হওয়া চাল, ডাল, আলু, চিনি পরিমাণে কম দেওয়া হচ্ছে। এমনকি অনেক সামগ্রী পচা বলেও অভিযোগ স্থানীয়দের। এনিয়ে অভিভাবকরা প্রধান শিক্ষককে অভিযোগ জানাতে গেলে, তিনি ব্যাপারে তিনি কোনও কর্ণপাত করেননি। এরপরেই অভিভাবকরা মিড-ডে মিল নিতে অস্বীকার করে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিভাবকদের আরও অভিযোগ, স্কুলের কন্যাশ্রী বিলি নিয়ে চূড়ান্ত দুর্নীতি রয়েছে। কন্যাশ্রী পেতে হলে ছাত্রীদের কাটমানি দিতে হচ্ছে। টাকার বিনিময়ে আবার স্কুলের বাইরের বিবাহিত মহিলাদের কন্যাশ্রী পাইয়ে দেওয়া হচ্ছে। পুরো ঘটনার সঙ্গে প্রধান শিক্ষক জড়িত রয়েছেন।



গোটা ঘটনা নিয়ে প্রধান শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page