top of page

ফরাক্কা এক্সপ্রেসকে বালুরঘাটে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস ট্রেন মালদা স্টেশনের পরিবর্তে বালুরঘাট স্টেশন থেকে ছাড়ার প্রতিবাদে রাস্তায় নামল নাগরিক সমাজ। শুক্রবার বিকেলে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডের নাগরিকরা। মিছিলে পা মেলান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, ২২ নম্বর ও ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলি কাউন্সিলর দুলাল সরকার, গৌতম দাস সহ অন্যান্যরা।



দুলাল সরকার বলেন, “বালুরঘাটের সাংসদ চক্রান্ত করে ভোটের ইশ্যুকে সামনে এসে মালদার ঐতিহ্যবাহী ট্রেন ফরাক্কা এক্সপ্রেসকে বালুরঘাটে নিয়ে গেলেন। এই ট্রেন মালদা ডিভিশনের। এই ট্রেন থেকে মালদা ডিভিশনের আয় হয়। ভোটের চমক দিয়ে এই ট্রেনকে বালুরঘাটে নিয়ে যাওয়ার প্রতিবাদে আমরা নাগরিকরা রাস্তায় নেমেছি।”


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page