পানীয় জলের দাবিতে হাঁড়ি-কলসি নিয়ে বিক্ষোভ
top of page

পানীয় জলের দাবিতে হাঁড়ি-কলসি নিয়ে বিক্ষোভ

৬ মাস ধরে বিকল এলাকার সাবমার্সিবল পাম্প। তীব্র দাবদাহে ব্যাপক জল সংকট এলাকায়। পানীয় জলের দাবিতে রাস্তায় হাঁড়ি-কলসি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য চাঁচলের বিদ্যানন্দপুরে।



স্থানীয় সূত্রের জানা গিয়েছে, রাজ্যসভার সাংসদ মৌসম নূরের সাংসদ তহবিলের বরাদ্দকৃত অর্থে তিন মাস আগে ওই এলাকায় একটি সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করা হয়। অভিযোগ, উদ্বোধনের কিছুদিন পর থেকেই বিকল হয়ে পড়ে ওই পাম্প। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ার ফলে শুরু থেকেই বারবার খারাপ হয়ে যাচ্ছে এই সাবমার্সিবল পাম্প। এদিকে পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিনের কাজের জন্য এই পাম্পের উপরেই নির্ভরশীল এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। বাধ্য হয়ে আজ পানীয় জলের দাবিতে বিদ্যানন্দপুর গ্রামীণ সড়কে হাঁড়ি-কলসি রেখে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। দ্রুত সাবমার্সিবল পাম্প ঠিক না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page