বাংলাদেশের ধর্মীয় সন্ত্রাসের প্রতিবাদে মিছিল বিশ্ব হিন্দু পরিষদের
বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসের প্রতিবাদে মানিকচকে প্রতিবাদ মিছিলের আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ। এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল মানিকচকে।
শুক্রবার দুপুর নাগাদ মালদার মানিকচকের বাকীপুর এলাকা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল, বিশ্ব হিন্দু পরিষদের সদস্য এবং বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। খোল, করতাল এবং হাতে গেরুয়া ঝাণ্ডা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন হাজারো সনাতন ধর্মী মানুষ। বাংলাদেশ ধর্মীয় সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল মানিকচকের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শ্লোগান চলতে থাকে। মিছিলে অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী।
[ আরও খবরঃ বেহাল রাস্তা! নয়ানজুলিতে গাড়ি উলটে আহত ৮ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Hozzászólások