মোটা টাকা নিয়ে ভুয়ো রিপোর্ট দিচ্ছে অবৈধ ল্যাব, সুপারকে আবেদন
top of page

মোটা টাকা নিয়ে ভুয়ো রিপোর্ট দিচ্ছে অবৈধ ল্যাব, সুপারকে আবেদন

ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক অবৈধ বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাব। অবিলম্বে অবৈধ এইসব ল্যাব বন্ধের দাবিতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাসের হাতে স্মারকলিপি তুলে দিল তৃণমূল ছাত্র পরিষদ। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সুপার।


তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলার সাধারণ সম্পাদক বাবু সরকারের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বুকে আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি অবৈধ প্যাথলজিক্যাল ল্যাব বা স্বাস্থ্য পরীক্ষাগার। সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা নিয়ে ভুয়ো রিপোর্ট দেওয়া হচ্ছে ল্যাবগুলি থেকে। অবৈধ ল্যাবগুলির রমরমা কারবার চলছে পুরো চাঁচল শহর জুড়ে। অবিলম্বে এই ল্যাবগুলি বন্ধ করার দাবিতে আজ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে আবেদন করা হয়েছে।



চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস বলেন, ইতিমধ্যে দু-একটি ল্যাবে হানা দেওয়া হয়েছে। কিন্তু ল্যাব কর্তৃপক্ষ বিষয়টির আঁচ পেয়েই পালিয়ে যায়। চাঁচল শহরের বুকে যে সমস্ত ল্যাব সচল রয়েছে তাদের বৈধ নথিপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page