top of page

জেলায় তপশিলি উদ্যোগীদের নিয়ে কর্মশালা

Updated: Aug 14, 2020

জাতীয় এসসি-এসটি হাব প্রকল্পের আওতায় তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের সম্ভাব্য উদ্যোগীদের নিয়ে সচেতনতা শিবির আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। মালদা জেলা শিল্পকেন্দ্রে জেলা ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অর্ণব চ্যাটার্জি, সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, ডিআইসি জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। সদর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মহিলা ও পুরুষ এই শিবিরে অংশগ্রহণ করেন।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page