top of page

দুয়ারে সরকারের পর সমস্যা সমাধান ও জন সংযোগ কর্মসূচি

দুয়ারে সরকারের পর এবার সমস্যা সমাধান ও জনসংযোগ। মালদা জেলায় মোট ৬ হাজার ১০০ ক্যাম্প বসানো হয়েছে।


শনিবার সবুজ পতাকা দেখিয়ে ইংরেজবাজার ব্লকের সাট্টারি এলাকায় একটি ট্যাবলো উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন পুলিশসুপার প্রদীপকুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে সহ অন্যান্যরা। আজ দুপুরে সাট্টারি এলাকায় সমস্যা সমাধান ও জন সংযোগ কর্মসূচিতে জেলাশাসক ও পুলিশসুপারকে সরকারি প্রকল্পের ফর্ম ফিল-আপ করতেও দেখা যায়।



জেলাশাসক জানান, রাজ্য সরকারের নির্দেশে সমস্যা সমাধান ও জন সংযোগ কর্মসূচি শুরু হল। আজ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। রবিবার ছাড়া প্রতিদিন এই ক্যাম্প বসবে। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধে নিতে সাধারণ মানুষের যে সমস্যা দেখা দিচ্ছে তা সমাধান করা হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page