পরীক্ষার্থীদের ভীতি কমাতে রবীন্দ্রনাথকে হাতিয়ার করলেন বিধায়ক
সরস্বতী পুজোর আগের দিন মালদা কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচি৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি পালন করলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী৷ সিবিএসই পাঠ্যক্রমের পরীক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করে তাদের পরীক্ষা যোদ্ধা করে তুলতে বাঙালির রবীন্দ্রনাথকেই নিজের বক্তব্যে টেনে আনেন তিনি৷ পরে তিনি পড়ুয়াদের নানাবিধ প্রশ্নের উত্তরও দেন৷
নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মন থেকে পরীক্ষার ভয় দূর করতে দেশ জুড়ে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচি৷ দেশের প্রতিটি রাজ্যে সেই কর্মসূচি পালন করছেন তাঁর প্রতিনিধিরা৷ মালদায় সেই কর্মসূচি পালনের দায়িত্বে ছিলেন ইংরেজবাজারের বিধায়ক৷ আজ সকাল ১০টা থেকে তিনি কেন্দ্রীয় বিদ্যালয়ে পরীক্ষার্থীদের সঙ্গে ঘণ্টা তিনেক সময় কাটান৷ তাদের মন থেকে ভয় দূর করতে ভোকাল টনিক দেন৷ কীভাবে সমাজের সঙ্গে লড়তে হবে, কীভাবে অভিভাবকদের উচ্চাকাঙ্খা থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে, পড়ুয়াদের তার নিদান দেন৷ তিনি আরও জানান, শিক্ষা শুধু নম্বর নির্ভর নয়৷ চিকিৎসক-ইঞ্জিনিয়ার-আইএএস-আইপিএস ছাড়াও জীবনের অনেক ক্ষেত্র রয়েছে৷ সেসব ক্ষেত্রেও পড়ুয়ারা সামনের দিকে এগিয়ে যেতে পারে৷ প্রশ্নোত্তর পর্ব শেষে এদিন পরীক্ষার্থীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে৷ যে কোনওদিন ছবি আঁকেনি, তাকেও সেই প্রতিযোগিতায় অংশ নিতে বলা হয়েছে৷ উদ্দেশ্য, যে কোনও ভয় থেকে তাদের দূরে সরিয়ে রাখা৷
পরে বিধায়ক বলেন, পরীক্ষা যত এগিয়ে আসছে, বাচ্চাদের চাপও বেড়ে গিয়েছে৷ মানসিকভাবে তো বটেই, শারীরিকভাবেও বাচ্চারা বিধ্বস্ত হয়ে পড়েছে৷ আজ তাদের যতটা উদ্বুদ্ধ করা যায় করলাম৷ প্রধানমন্ত্রী বলেছেন, মন থেকে ভয় সরিয়ে বাচ্চাদের পরীক্ষা যোদ্ধা করে তুলতে পারলে ভালো হয়৷ আজ আমি এখানে সেই চেষ্টাই করলাম৷ প্রায় তিন ঘণ্টা ওদের সঙ্গে সময় কাটানোর পর এখন বাচ্চারা অনেকটাই উদ্বুদ্ধ হয়েছে৷ আমি নিজের বক্তব্যে বারবার রবীন্দ্রনাথকে টেনে এনেছি৷ কারণ, তিনি আমাদের জীবন দর্শন৷ পরীক্ষার্থীদের মনে তাঁর কথাগুলোই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি৷ ইচ্ছে আছে, আগামীতে প্রতিটি স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের মন থেকে ভয় দূর করার জন্য ওদের সঙ্গে কথা বলব৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários