অবৈধ অনুপ্রবেশকারীদের ভয় পাওয়া উচিত, এনআরসি প্রসঙ্গে জয়প্রকাশ
top of page

অবৈধ অনুপ্রবেশকারীদের ভয় পাওয়া উচিত, এনআরসি প্রসঙ্গে জয়প্রকাশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে রাজ্য বিজেপির পক্ষ থেকে আজ সেবা দিবস উদযাপন করা হচ্ছে৷ এই সেবা দিবস উদযাপনে যোগ দিতে মালদায় আসেন বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার৷উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু, বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল, জেলা বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি সহ জেলার বিজেপি কর্মীরা৷ এদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে ফল বিতরণ করে পুরো হাসপাতাল চত্বরে সাফাই অভিযান চালানো হয়৷


এনআরসি মমতার মুখে শোভা পায় না

মালদা মেডিকেল কলেজে বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজিকে জেলে ঢোকানোর কথা বলেছিলেন, এখন তাঁরই শরণাপন্ন হচ্ছেন তিনি৷ কেন তা সকলের জানা৷ রাজীব কুমারকে সিবিআই গ্রেফতার করলে একাধিক তথ্য সামনে আসবে সেই ভয়েই অস্থির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি তাঁর মুখে শোভা পায় না৷ তিনি নিজেই ২০০৫ সালে পার্লামেন্টে এই দাবি তুলেছিলেন৷ অথচ এখন তিনি রাস্তায় নেমে মানুষকে ভুল বোঝাচ্ছেন৷পশ্চিমবঙ্গের পুরোনো হিন্দু কিংবা মুসলমানের ভয় পাওয়ার প্রয়োজন নেই৷ যাঁরা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে ভয় তাদের পাওয়া উচিত৷



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page