top of page

ভাতা না মিললে দুর্গাপুজো বয়কটের হুঁশিয়ারি পুরোহিত সভার

মিলছে না পুরোহিত ভাতা। গতবছর পুজোর আগে জেলার হাতে গোনা কয়েকজন পুরোহিত মাস দুয়েকের ভাতা পেয়েছিলেন। ব্যাস তারপর থেকে আর মেলেনি পুরোহিত ভাতা। অবিলম্বে সরকারি ভাতা দেওয়ার দাবি তুলেছেন পুরোহিতরা। আসন্ন দুর্গাপুজোর আগে সরকারি ভাতা না মিললে দুর্গাপুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছেন বঙ্গীয় পুরোহিত সভার মালদা শাখার সদস্যরা। পাশাপাশি তাঁদের আরও দাবি, তাঁদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা, সংস্কৃত শিক্ষাঙ্গন গড়ে তোলা, উচ্চশিক্ষার ক্ষেত্রে পুরোহিত সমাজের সন্তানদেরকে বিশেষভাবে স্থান দেওয়া প্রভৃতি।



বঙ্গীয় পুরোহিত সভা মালদা শাখার যুগ্ম সম্পাদক চিত্তরঞ্জন আচার্য জানান, ২০২০ সালে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তিন মাসের তিন হাজার টাকা মালদা জেলার কিছু পুরোহিত পেয়েছিলেন। তারপর থেকে আর কোনও ভাতা দেওয়া হয়নি সরকারের পক্ষে থেকে। মালদা জেলায় পুরোহিতের সংখ্যা প্রায় সাত হাজার। সেখানে জেলায় এখনও পর্যন্ত মাত্র কয়েকশো পুরোহিত তিন মাসের ভাতা পেয়েছেন। জেলার সকল পুরোহিত সংঘবদ্ধভাবে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেবে। তবে পুজোর আগে ভাতা না দেওয়া হলে আসন্ন দুর্গাপুজো এবং কালীপুজো জেলার কোনও পুরোহিত করবে না।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page