ভাতা না পেলে দুর্গাপুজো বন্ধ রাখার ডাক পুরোহিত সভার
পুরোহিত ভাতা না মিললে দুর্গাপুজো বন্ধ রাখবেন পুরোহিতরা। অবিলম্বে পুরোহিত ভাতার দাবিতে মালদা শহরে মিছিল করল বঙ্গীয় পুরোহিত সভা। মিছিল শেষে অবিলম্বে ভাতা চালুর দাবিতে জেলাশাসকের হাতে ডেপুটেশন দিল সংগঠনের সদস্যরা।
আজ সকালে মালদা শহরের পুরাটুলি বাঁধ রোড থেকে একটি মিছিল গোটা মালদা শহর পরিক্রমা করে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম অবিলম্বে জেলার সমস্ত পুরোহিতদের পুরোহিত ভাতা প্রদানের ব্যবস্থা করা, সমস্ত পুরোহিতদের বিপিএল তালিকাভুক্ত করা প্রভৃতি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বঙ্গীয় পুরোহিত সভার সদস্যরা সাফ জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে তাঁদের পুরোহিত ভাতা বকেয়া রয়েছে। অবিলম্বে সেই ভাতা না মিললে তাঁরা দুর্গাপুজো করবেন না।
[ আগের খবরঃ অক্সিজেন প্ল্যান্ট বসল হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios