top of page

অভিষেকের উপস্থিতিতে সভানেত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ব্লক তৃণমূল সভানেত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কাজিগ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের জেলায় উপস্থিতির মধ্যে এমন ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্বও।


presence-of-Abhishek-protest-demanding-resignation-of-Chairperson
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কাজিগ্রামে। সংবাদচিত্র।

ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম ৪৬ নম্বর বুথ সভাপতি তাহির মহলদারের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচিতে প্রার্থী নির্বাচনে ভোট দিতে পারেননি তিনি। রাতের অন্ধকারে বুথ কমিটি বদলে দেওয়া হয়েছে। জেলাপরিষদের সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং এই কাজ করেছেন। প্রতিভা সিং দলে থাকলে পঞ্চায়েতে তৃণমূল বড়ো ধাক্কা খাবে। প্রতিভা সিংয়ের পদত্যাগের দাবিতে তাঁদের এই বিক্ষোভ।



এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রতিভা সিং। সংবাদমাধ্যমের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি বলেন, আমি কিছু বলব না। আমাকে কোনো কিছু বলতে মানা করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Комментарии


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page