ভোট পরবর্তী হিংসায় জোড়া মৃত্যু মালদায়
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 12, 2023
- 1 min read
ভোট পরবর্তী হিংসায় জোড়া মৃত্যু মালদায়। একদিকে, রতুয়ায় কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। অন্যদিকে, চাঁচলে গোষ্ঠীকোন্দলের জেরে মৃত্যু হয়েছে শাসকদলের এক কর্মীরও। ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।
জানা গিয়েছে, গতকাল রাতে রতুয়া ১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতে শাসকদলের জয়ী প্রার্থী রোজিনা খাতুনের বিজয় মিছিল চলছিল। অভিযোগ, সেই সময় মিছিল থেকে কংগ্রেসকর্মী ফটিকুল হকের (২৪) বাড়িতে আতসবাজি ছোঁড়া হয়। প্রতিবাদ করায় ফটিকুল সাহেব সহ বেশ কয়েকজন কংগ্রেসকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। মালদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফটিকুল সাহেবের।

অন্যদিকে, চাঁচল ২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের এক আসনে জয়ী শাসকদলের প্রার্থী তারিকুল ইসলামের বিজয় মিছিলে মফিজুদ্দিন। অভিযোগ, মিছিল চলাকালীন এক বাড়ির ছাদ থেকে ছোঁড়া পাথরের আঘাত লেগে মৃত্যু হয় মফিজুদ্দিনের। জালালুদ্দিন গোষ্ঠীর লোকজন এই হামলা চালিয়েছে বলে অনুমান স্থানীয়দের।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários