নিয়মের তোয়াক্কা না করে পুলকার আর নয় শহরে
অবশেষে বেআইনি পুলকার ধরপাকড় শুরু করল মালদা জেলা পুলিশ। আজ সকাল থেকে ইংরেজবাজারের বিভিন্ন এলাকায় ডিএসপি ট্রাফিক অশোক মণ্ডলের নেতৃত্বে অভিযান চালানো হয়। আটক করা হয়েছে দুটি স্কুলে যাওয়ার পুলকার। পুলকার সচেতনতায় এবার কোমর বেঁধে পথে নেমেছে পুলিশ।
'চালাব যখন গাড়ি, মোবাইলের সঙ্গে আড়ি', এমন পোস্টারে ছেয়েছে হাওড়ার গোটা শ্রীরামপুর শহর। হঠাৎ একটি দুর্ঘটনা সমাজকে আয়নার সামনে নিয়ে এসেছে। স্কুলে যাওয়ার পুলকারে হাওড়ার ছোট্ট ঋষভের মৃত্যুর পর সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলার ব্যাপারে উদ্যোগী হওয়ার কথা বলেছিল রাজ্য পরিবহন দফতর। অন্যান্য জেলাগুলির সাথে মালদাতেও এই অভিযান চলবে এমন কথাই শোনা গেল পরিবহন দফতর সূত্রে। আজ সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে পুলকারগুলির কাগজপত্র খতিয়ে দেখা হয় পুলিশের তরফে। এর পাশাপাশি পরিবহন দফতরের টেকনিশিয়ানদের নামানো হয়েছে পুলকারগুলির ফিটনেস পরীক্ষার জন্য। পুলিশের বক্তব্য, পড়ুয়াদের স্বার্থে পুলকারগুলিকে মানতে হয় বিভিন্ন বিধিনিষেধ। কিন্তু বেশিরভাগ গাড়ির মালিক সেসব তোয়াক্কা করেন না। অভিভাবকদের একটি বড়ো অংশ এই ব্যাপারে সজাগ নন।
Kommentare