top of page

বন্যাদুর্গত মানুষের জন্য এক লরি পোশাক!

পুরাতন মালদার নারায়ণপুরে একটি হোটেলে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী লরি ভর্তি পোশাক দলের জেলা নেতাদের হাতে তুলে দিলেন৷ মালদার বন্যাদুর্গত মানুষের জন্য এই পোশাকগুলি। যদিও এনিয়ে দুর্গত মানুষদের মধ্যে প্রশ্নও রয়েছে৷ পুজোর আগে কয়েক লক্ষ দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে এক লরি পোশাক কতটা কাজে দেবে তা নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন৷ গতকাল জেলা তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এসেছিলেন তিনি। যদিও এনিয়ে দুর্গত মানুষদের মধ্যে প্রশ্নও রয়েছে৷ পুজোর আগে কয়েক লক্ষ দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে এক লরি পোশাক কতটা কাজে দেবে তা নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন৷


পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে৷ এরই মধ্যে গিয়েছে বন্যা, এসেছে উৎসব মরশুম৷ বন্যা পরবর্তী সময়ে দলীয় কর্মসূচি এবং উৎসব মরশুমে দলের নেতা-কর্মীদের কাজ বুঝিয়ে দিতে গতকাল রাতেই মালদায় আসেন তৃণমূলের এই জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী৷ রাতে তিনি পুরাতন মালদার নারায়ণপুরে একটি হোটেলে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন৷ সেই বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের রণকৌশল নিয়েও আলোচনা হয়৷ তবে সেই বৈঠক প্রসঙ্গে কিছু বলতে রাজি হননি শুভেন্দুবাবু৷ মালদা জেলার দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কিছু বলবেন না বলে জানিয়ে দেন তিনি৷


বন্যাদুর্গত মানুষের জন্য এক লরি পোশাক!

এদিন সকালেও দলের মালদা জেলা সভাপতি সহ শীর্ষস্তরের একাধিক নেতা এবং জেলা পরিষদের দলীয় সদস্যদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন শুভেন্দুবাবু৷ এরপর তিনি বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে এক লরি পোশাক দলীয় নেতৃত্বের হাতে তুলে দেন৷ বলেন, এবারের বন্যায় মালদা বিপর্যস্ত হয়ে পড়েছিল৷ বন্যার জল সরে যেতেই পুজো চলে এসেছে৷ কিন্তু বিধ্বস্ত মানুষের এখন নতুন পোশাক কেনার ক্ষমতা নেই৷ পুজোর সময় বন্যাদুর্গত মানুষজন যাতে নতুন বস্ত্র পরতে পারেন, তার জন্য সবাইকে না পারলেও কয়েক হাজার বস্ত্র এদিন তাঁরা দলের জেলা নেতাদের হাতে তুলে দিলেন৷ সেই বস্ত্র তাঁরা প্রকৃত দুর্গতদের হাতে তুলে দেবেন৷ কিন্তু কয়েক লক্ষ দুর্গত মানুষের মধ্যে মাত্র কয়েক হাজার কেন? রাজনৈতিক এই প্রশ্ন শুনেই বিচক্ষণ শুভেন্দুবাবু বলে ওঠেন, সবাই মিলেই দুর্গত মানুষজনের জন্য কাজ করে যাচ্ছে৷ রাজ্য সরকার যা করার করছে৷ দলের পক্ষ থেকেও কাজ চলছে৷ বিধায়করা সরকারের কাছ থেকে নতুন বস্ত্র পেয়েছেন৷ তাঁরা প্রত্যেকে সেই বস্ত্র দুর্গতদের হাতে তুলে দিচ্ছেন৷ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকি সাংবাদিকরাও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন৷

বন্যার পর দুর্গত এলাকা পুনর্গঠনে কী কাজ হচ্ছে? এই প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রী এনিয়ে যা কাজ করার করছেন৷ কিছু পদ্ধতি মেনে এই কাজ করতে হয়৷ সেই কাজ চলছে৷ ক্ষতিগ্রস্ত বাড়িঘর, রাস্তাঘাট, সেতু প্রভৃতির তালিকা তৈরি করা হয়েছে৷ এই সরকার সংবেদনশীল৷ আর সবচেয়ে বেশি সংবেদনশীল মুখ্যমন্ত্রী৷ তিনি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো প্লেনে বা হেলিকপ্টারে চেপে বন্যা পরিদর্শন করেন না৷ তিনি জলে নেমে বন্যা দেখেছেন, আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন৷ সবাই নিশ্চিত থাকতে পারেন, মানুষের ন্যুনতম প্রয়োজনীয়তা সরকার দ্রুত পূরণ করবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page