top of page

আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন কৃষ্ণেন্দু

বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন কৃষ্ণেন্দুবাবু৷ সংবাদপত্রে খবর প্রকাশের পরেই নড়েচড়ে বসেছেন তিনি। আজ রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে তীব্র প্রতিবাদ জানালেন প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি৷ তিনি জানিয়ে দিলেন, তাঁর একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া তাঁর আর অন্য কোনও পরিচয় নেই৷


তাঁকে নিয়ে একটি সংবাদমাধ্যম ক্যামেফ্লেজ করার চেষ্টা করছে৷ সাংবাদিক সম্মেলনে কৃষ্ণেন্দুবাবু জানান, ওই সংবাদমাধ্যম প্রকাশ করেছে, তিনি নাকি বিজেপিতে যাচ্ছেন৷ কিন্তু একটা কথা তিনি পরিষ্কার করে দিতে চান, তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি শুধু যে তাঁকে রাজনৈতিক উত্থান ঘটিয়েছেন তা নয়, তিনি তাঁর জীবনটাও অনেকবার বাঁচিয়েছেন৷ এমনকি গতবার তাঁর যখন মারাত্মক হার্ট অ্যাটাক হয়, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করে দেন৷ দলনেত্রী তাঁকে কোর কমিটির স্থায়ী সদস্যও করেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর রাজনৈতিক পথপ্রদর্শক৷ মন্ত্রী থাকাকালীন তিনি দলনেত্রীর সাহায্য নিয়ে মালদার জন্য অনেক কাজ করেছেন৷ তিনি ছাড়া আর কেউ তাঁর নেতা নেই৷ তিনি আবেদন করেন যে-কোনো ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে মালদার সাংবাদিক মহল বিরত থাকুক৷



জেলার রাজনৈতিক মহল কিন্তু এর পিছনে অন্য গন্ধ পাচ্ছে৷ সেই তালিকায় রয়েছেন তৃণমূলের কৃষ্ণেন্দুবিরোধী অনেক নেতানেত্রীও৷ তাঁদের বক্তব্য, এই সাংবাদিক সম্মেলন করে কৃষ্ণেন্দুবাবু আসলে নিজের রাজনৈতিক জমি ফের শক্ত করার চেষ্টা করছেন৷ তবে কি পুজো মরশুমে এটা কৃষ্ণেন্দুবাবুর নিজের টিআরপি বাড়িয়ে নেওয়ার চেষ্টা!


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page